বগুড়ায় অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলবন্ধে অভিযান প্রশাসনের

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
বগুড়ায় ব্যাটারী চালিত রিকশা গুঁড়িয়ে দিল প্রশাসন
যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচলবন্ধে বগুড়ায় ব্যাটারী চালিত অটোরিক্সা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। আজ বগুড়া শহরের সাতমাথায় হাজার হাজার মানুষের সামনে কমপক্ষে ১৭টি রিকশা আটক করে হাতুড়ি ও বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলে।

বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌরসভা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। অভিযানে ১৭টি ব্যাটারী চালিত রিকশা আটক করে পৌর কর্তৃপক্ষ তা ধংস করে।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন, বগুড়া বিআরটিসি’র (আঞ্চলিক পরিবহন কমিটি) সিদ্ধান্ত অনুযায়ি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজিসহ সকল প্রকার অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান চলবে। যারা অবৈধ যানবাহন তৈরি ও বিক্রি করছে তাদের বিরুদ্ধেও অভিযান চালান হবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলী মুন রাজীব, বগুড়া পৌরসভারর মেয়র এ্যাডভোকেট মাহবুবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর বোর্ড সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত