বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি নেতা নিহত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর উত্তরাঞ্চলের সামরিক প্রধান আমিজুল ইসলাম ওরফে আলামিন (২৩) নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার সিমাবাড়ি রানিরহাট আঞ্চলিক সড়কের জামনগর গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করছে পুলিশ।

নিহত আমিজুল ইসলাম রাজশাহী গোদাগাড়ি উপজেলার বুজরুক রাজারামপুর এলাকার দুরুলহুদার ছেলে।

শেরপুর থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে আলামিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হামলায় বগুড়ার ডিবি পুলিশের দুই কনস্টেবল আহত হন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আলামিনের দেয়া তথ্যে বুধবার রাত ৩টার দিকে শেরপুর থানা পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়।

পরে জামনগর এলাকায় পৌঁছালে সহযোগীরা আলামিনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও জেএমবি সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পালাতে গিয়ে আলামিন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে।

পূর্ববর্তী নিবন্ধরংপুরের পীরগঞ্জে বাস খাদে, নিহত ৩
পরবর্তী নিবন্ধসকালে নাশতা না করলে যে ক্ষতি