বগুড়ায় অটোভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি মাঠে তোতা মিয়া (৫৮) নামে এক অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার সকালে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে তার অটোভ্যান পাওয়া যায়নি।

পুলিশের ধারনা, পূর্ব কোন শত্রুতা বা ভ্যান ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

বেলা সাড়ে ১১টায় এ খবর পাঠানো পর্যন্ত হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। কেউ গ্রেফতার ও ভ্যানটি উদ্ধার হয়নি।

বগুড়া সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে তোতা মিয়া অটো রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সংসারে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

প্রতিদিনের মতো মঙ্গলবার বিকাল ৫টার দিকে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তার খোঁজ পাননি। বুধবার সকাল ৬টার দিকে শাখারিয়া ইউনিয়ন কার্যালয়ে নিকটে গোপালবাড়ি মাঠে রাস্তার ধারে তার গলা কাটা লাশ পাওয়া যায়।

পরে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো শত্রুতার জের ধরে বা ছিনতাইকারীরা ভ্যান ছিনিয়ে নেবার জন্য তাকে হত্যা করেছে।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচারী শাসক হব না: এরদোগান
পরবর্তী নিবন্ধশেরপুরে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু