ফ্লোরিডা বিমানবন্দরে হামলাকারী পুয়ের্তোরিকান তরুণ সেনা

পপুলার২৪নিউজ ডেস্ক:

17পুয়ের্তোরিকোর তরুণ সেনা সদস্য ও মার্কিন নাগরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে। সন্দেহভাজন হিসেবে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
ওই বন্দুকধারীর নাম ইস্তেবান সান্তিয়াগো। অন্তত ১৩ ব্যক্তির ওপর গুলি চালানো এই সন্দেহভাজন বন্দুকধারীর নাম ইস্তেবান সান্তিয়াগো। তিনি একজন মার্কিন নাগরিক।

ইনডিপেনডেন্ট জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী সান্তিয়াগোর জন্ম নিউ জার্সিতে। দুই বছর বয়সে তিনি পুয়ের্তোরিকোতে স্থানান্তরিত হন। তিনি সেখানকার ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়। ওই ঘটনায় অন্তত আটজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ইস্তেবান সান্তিয়াগো ২০১০ সালের এপ্রিল মাসে পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডে যোগদান করেছিলেন। তিনি ১০ মাসের জন্য ইরাকে গিয়েছিলেন। আলাস্কা আর্মি ন্যাশনাল গার্ডের স্পোকসম্যান বলেন, “সান্তিয়াগো ন্যাশনাল গার্ডে যোগদানের আগে আর্মি ভাণ্ডারেই ছিলেন। “

পূর্ববর্তী নিবন্ধঅ্যাপ ব্যবহারে সুখ মিলবে
পরবর্তী নিবন্ধমির্জাপুরে নৌকা ডুবি:নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার