ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবদল নেতা গ্রেফতার

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে রাজশাহীর তানোর উপজেলায় শরীফ উদ্দিন মুন্সী (৩০) নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌবাড়িয়া-মাদারীপুর সড়ক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

শরীফ উদ্দিন মুন্সী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার মালশিরা গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান।

তানোর থানার এসআই রায়হান আলী জানান, শরীফ উদ্দিন মুন্সী নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে লেখা হয়। এছাড়া দুই মন্ত্রী ও স্থানীয় এমপি সম্পর্কে কটূক্তি করা হয় ওই আইডিতে।

ফেসবুকে এমন লেখালেখির ঘটনায় তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো বাদী হয়ে মঙ্গলবার সকালে তানোর থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন।

এ মামলার ভিত্তিতে সন্ধ্যায় শরীফ উদ্দিন মুন্সীকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে গৃহবধূ এসিড দগ্ধ
পরবর্তী নিবন্ধখুলনায় গণপিটুনিতে চরমপন্থী দলের ক্যাডার নিহত