ফের বিপাকে পড়তে পারেন শাকিব খান

পপুলার২৪নিউজ ডেস্ক :

পরিচালকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে কিছু দিন আগেই বেকায়দায় পড়েছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। চলচ্চিত্রের ১৩টি সংগঠন তাকে নিষিদ্ধও করেছিল। পরে ক্ষমা চেয়ে পার পেয়ে যান শাকিব। এবার চলচ্চিত্রের এক সময়ে জনপ্রিয় নায়ক ফারুক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এজন্য ফের বিপাকে পড়তে পারেন শাকিব।

গত রবিবার দুপুরে এফডিসিতে চলচ্চিত্র ঐক্যজোটের ডাকা সমাবেশে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক। সেখানে যৌথ প্রযোজনায় ছবিতে অনিয়মের বিরুদ্ধে সরব হন তিনি।

একইদিন সন্ধ্যায় প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্ট সমিতি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে অভিনেতা ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন। চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে। তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি। তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়।

পূর্ববর্তী নিবন্ধসরাসরি বিশ্বকাপও নিশ্চিত হচ্ছে পাকিস্তানের?
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতির গাড়িবহর আটকে মিডিয়ায় আলোচিত পুলিশ কর্মকর্তা!