ফেনী দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


পুলার২৪নিউজ ডেস্ক:
ফেনীর দাগনভূঞার দিলপুর দারুস সুন্নাত মহিলা দাখিল মাদ্রাসার ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল রোববার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী।

বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য ফোরকান উদ্দিন, বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, সমাজসেবক আনোয়ার উল্যাহ ও ব্যবসায়ী মোশারফ হোসেন বাচ্চু।
মাদ্রাসার শিক্ষক সাংবাদিক শাহজালাল ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে Ÿক্তব্য রাখেন শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন, অভিভাবক সদস্য শোয়াইব আহমদ, মিজানুর রহমান সুমন, রহিমা বেগম, হাফেজ সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সালাহ উদ্দিন বাবুল, ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন, পরীক্ষার্থীদের পক্ষে মর্জিনা আক্তার ফেন্সি ও তাহমিনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রয়াত মাওলানা ইব্রাহিম খলিল উল্যাহ শরীফির বিদেহী আত্মার মাগফিরাত ও দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা দিদারুল ইসলাম। এছাড়া হামদ্-নাত ও ক্বোরাত প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি কাড়ছে ওয়ালটনের স্পেকট্রা কিউ টিভি
পরবর্তী নিবন্ধগৃহবধূকে হত্যার ৪ মাসেও ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ, স্বজনদের ক্ষোভ