ফুটবলে আরও তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক :
ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা-ফিফার বিশ্বসেরা র‌্যাংকিংয়ে আরো তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। রেটিং পয়েন্ট ৭০ থেকে কমে ৫৭ হওয়ায় ১৯৩-তে নেমে গেছে বাংলাদেশ।

এদিকে র‌্যাংকিংয়ের শীর্ষে যথারীতি আর্জেন্টিনা। তবে লিওনেল মেসিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেইমারের ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

ফিফার সর্বশেষ বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষ ২০টি অবস্থান অনেকটাই অপরিবর্তিত। মাত্র চারটি ‘এ’ শ্রেণীর আন্তর্জাতিক ম্যাচ বিবেচনায় নিয়ে মার্চ মাসের র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে সেরা অবস্থানে রয়েছে পোল্যান্ড। সমান ১১২১ রেটিং পয়েন্টে ওয়েলসের সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে পোলিশরা। এক ধাপ পিছিয়েছে ইংল্যান্ড (১৪তম)। অন্যদিকে তিন ধাপ এগিয়ে শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছে মিসর।

আর্জেন্টিনা-ব্রাজিল-জার্মানি তিন জায়ান্টের রেটিং পয়েন্ট ১৬৪৪, ১৫৩৪, ১৪৪৩। শীর্ষ দশের বাকি সাতটি দেশ যথাক্রমে চিলি (১৩৮৯), বেলজিয়াম (১৩৭৯), ফ্রান্স (১৩১৮), কলম্বিয়া (১৩১২), পর্তুগাল (১২৪০), উরুগুয়ে (১২০০) ও স্পেন (১১৬২)।

এছাড়া উল্লেখ্যযোগ্য দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড (১১তম) ইতালি (১৫), ক্রোয়েশিয়া (১৬), মেক্সিকো (১৭) কোস্টারিকা (১৯), নেদারল্যান্ডস (২১), যুক্তরাষ্ট্র (-১, ৩০), সুইডেন (-১, ৪৫), ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া (+১, ৬০) ও গত মাসে ২৯ ধাপ উন্নতি করা আফ্রিকান চ্যাম্পিয়ন ক্যামেরুন আরও এক ধাপ এগিয়ে ৩২তম অবস্থানে নাম লিখিয়েছে।

পরবর্তী ফিফা র‌্যাংকিং প্রকাশিত হবে আগামী ৬ এপ্রিল। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধকরুনারত্নকে ফেরালেন তাসকিন
পরবর্তী নিবন্ধডায়াবেটিক হাসপাতালের লিফট-এর নীচ থেকে নারীর লাশ উদ্ধার