ফিলিস্তিনের প্রেসিডেন্ট ঢাকা আসছেন আজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ বুধবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। প্রেসিডেন্ট আব্দুল হামিদ বিকাল ৫টায় তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।
ফিলিস্তিনের এই প্রেসিডেন্টের এটিই প্রথম রাষ্ট্রীয় সফর। তবে এর আগে কয়েকবার বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন তিনি।
তিন দিনের এই সফরে বুধবার রাতেই পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে মাহমুদ আব্বাসের সৌজন্য সাক্ষাতের কথা আছে। বৃহস্পতিবার দুপুরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শনের পর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত আলোচনা হবে।
বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রাতে আব্বাস তার সম্মানে বঙ্গভবনে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন মাহমুদ আব্বাস।
শুক্রবার দুপুরে ঢাকা ছাড়বেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এসময় পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

পূর্ববর্তী নিবন্ধরোনাল্ডোর শটে ড্রোন ভূপাতিত!
পরবর্তী নিবন্ধরংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২