ফিলিপাইনে প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষিদ্ধ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার দেশে প্রকাশ্যে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। এরই মধ্যে তিনি এই বিষয়ে একটি নির্দেশনামাতে সইও করেছেন। এর ফলে ফিলিপাইনে ধূমপানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পথ সুগম হচ্ছে।

দুতের্তের সই করা আদেশ অনুসারে, ফিলিপাইনের সমস্ত জনবহুল জায়গা, স্কুল, পার্ক ও শিশুদের সমাগম হয় এমন সমস্ত জায়গার ১০০ মিটারের মধ্যে সিগারেট খাওয়া ও বিক্রি করা বন্ধ হচ্ছে। নির্বাহী আদেশ গতকাল প্রকাশ করা হয়েছে এবং ৬০ দিনের মধ্যে তা কার্যকর হবে।

গত বছর দুতের্তে ক্ষমতায় আসার পর দেশে ধূমপান বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই মধ্যে তিনি মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশেষ পরিচিত লাভ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধধর্ষিতাদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার কোচ হওয়া আমার স্বপ্ন : সাম্পাওলি