ফলের বাজার নজরদারিতে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ফলের বাজার নজরদারিতে সাত দিনের মধ্যে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ নির্দেশ দেন।

আমসহ অন্যান্য ফল পাকানো ও সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে রাজধানীসহ সারা দেশের ফলের বাজার ও আড়ত নজরদারিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালকের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৮ জুন এ আদেশের বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল বাশার।

কমিটি গঠনের মাধ্যমে ফলের বাজার নজরদারি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আগের আদেশ পালন করতে না পারায় সোমবার সংশ্লিষ্টদের এ আদেশ দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআটকে গেল কেটলি বালিশ ফ্রিজ তোলার সব বিল
পরবর্তী নিবন্ধরাজধানীর সব গণপরিবহনে টিকিট বাধ্যতামূলক হবে: মেয়র