ফরিদপুরে হিমোফিলিয়া রোগ নিয়ে সচেতনতা বিষয়ে কর্মশালা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ফরিদপুর মেডিক্যাল কলেজ মিলনায়তনে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ (এইচএসবি) এর উদ্যোগে হিমোফিলিয়া রোগ নিয়ে সচেতনতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম।

এইচএসবি’র সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. অমল চন্দ্র পাল (এসি পাল), অলোক কুমার সাহা, সালমা আফরোজ, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ আওরঙ্গজেব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, হিমোফিলিয়া (হাঁটু ফোলা) একটি জন্মগত রক্তক্ষরণ রোগ। এ রোগে আক্রান্তদের রক্তপাত সহসা বন্ধ হয় না। সঠিক সময়ে চিকিৎসা না নিলে আক্রান্ত ব্যক্তির অঙ্গহানি বা পঙ্গুত্ব বরণ করতে পারেন। তারা বলেন, এ রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসাই আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে পারে। তাই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী চলতে হবে।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মেডিসিন ক্লাব, ফমেক ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় ফরিদপুর অঞ্চলের হিমোফিলিয়া আক্রান্ত ৮০ জন রোগী ও ৫০ জন চিকিৎসকসহ দুজন ফিজিওথেরাপিস্ট অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞাপনের প্রচার করতে গিয়ে বিপাকে সানিয়া মির্জা
পরবর্তী নিবন্ধফের বাহুবলী-দেবসেনার ম্যাজিক কেমিস্ট্রি