ফরিদপুরে ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

গতকাল সোমবার সন্ধ্যায়  ফরিদপুরের বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. পারভেজ মল্লিক জানান, সোমবার সন্ধ্যায় ফরিদপুরের বিভিন্ন উপজেলার ওপর দিয়ে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে পাঁচ শতাধিক কাঁচা-পাকা বসতবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক কৃষিবিদ জি এম আবদুর রউফ জানান, কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি হওয়ায় পেঁয়াজ বীজ ও ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে। তবে পাটের  জন্য এ বৃষ্টি সহায়ক হয়েছে।

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনূর রহমান মণ্ডল জানান, কালবৈশাখী ঝড়ে ইউনিয়নের চরাঞ্চলের শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আফজাল মণ্ডলের হাটের ১২টি দোকানের চাল উড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধপাবনায় টর্নেডোর আঘাতে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
পরবর্তী নিবন্ধগরমকালে সুস্থ থাকতে খাবার গ্রহণে সতর্ক হন