প্লে-অফের ভেন্যু চূড়ান্ত, কলকাতা থেকে সরে গেল আইপিএল ফাইনাল

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর গেল ১৭ মে থেকে ফের শুরু হয়েছে আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলোর খেলা। কিন্তু এক সপ্তাহের বেশি সময় টুর্নামেন্ট স্থগিত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই লিগ পর্বের বাকি ম্যাচগুলোর সূচি এলোমেলো হয়ে পড়ে।

পুনরায় খেলা শুরু হলে কর্তৃপক্ষ শুধু লিগ পর্বের ম্যাচগুলোর সূচি ঘোষণা করে। বাকি থেকে যায় প্লে-অফ ও ফাইনালের সূচি ঘোষণা।

অবশেষে আজ মঙ্গলবার প্লে-অফ ও ফাইনালের সূচি ঘোষণা করা হয়েছে। হায়দরাবাদ এবং কলকাতা টুর্নামেন্টের শেষ চার ম্যাচ হোস্ট করার কথা থাকলেও সেগুলো চণ্ডীগড় এবং আহমেদাবাদে সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বিসিসিআই বলছে, ‘নিউ চণ্ডীগড়ের পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ২৯ মে (বৃহস্পতিবার) শীর্ষ দুই দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত কোয়ালিফায়ার-১ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩০ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে উত্তেজনাপূর্ণ এলিমিনেটর ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।’

বিসিসিআই আরও জানিয়েছে, প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের পেছনের কারণ প্রতিকূল আবহাওয়া। বর্ষার আগমনে প্রায় ম্যাচেই হানা দিচ্ছিলো বৃষ্টি।

এছাড়া আবহাওয়া খারাপ হওয়ার শঙ্কায় লিগ পর্বের একটি ম্যাচের ভেন্যুও পরিবর্তন করা হয়েছে। আগামী ২৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি বেঙ্গালুরু থেকে লখনৌতে সরিয়ে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি: নুসরাত ফারিয়া
পরবর্তী নিবন্ধএবার অবস্থান কর্মসূচির ডাক এনবিআর কর্মকর্তার-কর্মচারীদের