প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন নয়, হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে যুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন না দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই সঙ্গে সহকারী শিক্ষকদের চাকরি ১০ম গ্রেডে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর গত বছরের নভেম্বরে পাঠানো আবেদনটি নিষ্পত্তি করারও নির্দেশ দেন হাইকোর্ট।

সোমবার (১৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী নিজেই।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের সেরা দলের অধিনায়ক জস বাটলার, নেই কোনও বাংলাদেশি
পরবর্তী নিবন্ধ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা