প্রধান বিচারপতির দুর্নীতির তদন্ত হবে : মতিন খসরু

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করা হবে। তিনি বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে দালিলিক প্রমাণসহ কিছু অভিযোগ পাওয়া গেছে, তদন্তে তা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে প্রধান বিচারপতির দুর্নীতির অভিযোগের বিষয়টি জনসন্মুখে আসার পর কুমিল্লার বুড়িচংয়ে এক অনুষ্ঠানে একথা জানান মতিন খসরু।প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ রাষ্ট্রপতির কাছে পেয়েছেন আপিল বিভাগের বিচারকরা। এসব অভিযোগের গ্রহণযোগ্য ব্যাখ্যা বিচারপতি দিতে পারেননি বলে তার সহকর্মীদের উদ্ধৃত করে সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে।

গতকাল শনিবার প্রধান বিচারপতির কারা মন্তব্য প্রসঙ্গে মতিন খসরু বলেন, প্রধান বিচারপতি নিজ স্বাক্ষরিত চিঠিতে মহামান্য রাষ্ট্রপতির কাছে অসুস্থতার কারণে ছুটি চেয়ে আবেদন করেছেন। আবার তিনিই মৌখিকভাবে বলছেন, আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমরা কোন কথায় বিশ্বাস করব? লিখিত না মৌখিক?

পূর্ববর্তী নিবন্ধফটোশুট করতে গিয়ে সমুদ্রেই পড়ে গেলেন মডেল
পরবর্তী নিবন্ধপাকিস্তানে যেতে চাইছেন না লঙ্কান ক্রিকেটাররা