প্রধানমন্ত্রীর ফরিদপুর সফর সফল করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী ২৯ মার্চ ফরিদপুরে প্রধানমন্ত্রীর সফর জেলার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুরকে নিজ জেলা বলে মনে করেন। তাই ওই দিন প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

আজ রবিবার সকালে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার মন্ত্রীকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা,সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউসে বোমাতঙ্ক, দুর্বৃত্ত আটক
পরবর্তী নিবন্ধ‘গোপন এজেন্ডা’ বাস্তবায়নে জঙ্গিবাদ সামনে আনা হয়েছে: রিজভী