প্রতিরক্ষা শিল্পে বিশ্বখ্যাতি অর্জন করবে তুরস্ক: এরদোগান

পপুলার২৪নিউজ ডেস্ক :

অনন্য নকশা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে তুরস্ক বিশ্বখ্যাতি অর্জন করবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শনিবার রাজধানী আঙ্কারায় এক যৌথ নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদুলুর।

২০১৮ সালে তুরস্ক ১৭ শতাংশ মহাকাশযান ও প্রতিরক্ষা শিল্প রফতানি করেছে।

তুরস্কের রফতানি তথ্যানুসারে গত বছর দুই বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

তবে বছর শেষে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২.০৩৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করা হয়।

তুরস্কে স্থানীয় নির্বাচনের জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করা হয়েছে। আর এ নিয়ে বিভিন্ন দলের নেতারা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এবারের নির্বাচনে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধআইএস এখনও হুমকিস্বরূপ: ট্রাম্প
পরবর্তী নিবন্ধজাসিন্ডায় অভিভূত ইমরান খান