পোশাককে ধর্ষণের অজুহাত বানাবেন না:রাভিনা

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের অভিনেত্রী ও প্রযোজক রাভিনা টন্ডন ধর্ষণ নিয়ে মুখ খুলেছেন। তার মতে, পোশাককে ধর্ষণের অজুহাত বানানো উচিৎ নয়।

সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন রাভিনা।

রাভিনা বলেন, কোনো ধর্ষণের ঘটনা ঘটলে সাধারণত নির্যাতিতাকেই দোষারোপ করা হয়। মেয়েটির পোশাকের দিকে আঙুল তোলা হয়। এই অজুহাতগুলো এ বার আমাদের বন্ধ করা উচিত।

তিনি বলেন, এগুলোর বদলে যদি আমরা নিজেদের আইনগুলো আরো একটু কঠোর করতে পারি, তা হলে ভালো হয়।

রাভিনার কথায়, কাউকে নির্দিষ্ট করে দায়ী করছি না। কোথাও তো একটা গলদ আছে। নয়তো দিনে দিনে অপরাধের সংখ্যা বাড়ছে কেন? অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পেত, তা হলে ধর্ষণের ঘটনা এত বা়ড়ত না। আর নিয়ম-কানুনগুলো যে সময় তৈরি হয়েছে, তখন পরিস্থিতি আলাদা ছিল। এখন তো আর সেটা নেই।

পূর্ববর্তী নিবন্ধনাটোরে যৌতুক না দেয়ায় গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যা
পরবর্তী নিবন্ধ‘বস ২’র টিজার প্রকাশ