পোলান্ডে মার্কিন ট্যাংক, সেনা মোতায়েন শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক:
29ইউরোপের দেশ পোলান্ডে মার্কিন ট্যাংক এবং সাঁজোয়া যানসহ তিন হাজারেরও বেশি সেনা মোতায়েন শুরু হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন সেনারা পোল্যান্ডে পৌঁছতে শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

বিবিসি বলছে, রাশিয়ার আগ্রাসী আচরণের কারণে প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়ায় তাদের আশস্ত করার অংশ হিসেবে পোল্যান্ডে এসব সেনা পাঠানো হয়েছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছেন। তার ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক দিন আগে মার্কিন সেনারা পোল্যান্ড পৌঁছল।

গত কয়েক দশকের মধ্যে ইউরোপে মোতায়েন করা সবচেয়ে বড় মার্কিন সেনাবহর এটি।

এরমধ্যে ৮০টি মূল যুদ্ধ ট্যাংক, কয়েক হাজার সাঁজোয়া যান জার্মানি পৌঁছেছে। এখন তারা সড়ক ও রেলপথে পূর্ব ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়ছে।

ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের ঘটনার জবাবে এবং ভীতসন্ত্রস্ত হয়ে পড়া ন্যাটো সদস্যদের প্রেসিডেন্ট বারাক ওবামার আশ্বস্ত করার অংশ হিসেবে মার্কিন আর্মাড ব্রিগেড বলকান দেশগুলোতে সামরিক অনুশীলন করবে। প্রতি নয় মাস পর দেশগুলোর মধ্যে পালাক্রমে এ অনুশীলন চলবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় মার্কিন সেনা বাহিনীর এই অনুশীলন কতদিন অব্যাহত থাকে তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে বলে পোল্যান্ড থেকে জানিয়েছেন বিবিসির প্রতিরক্ষা প্রতিনিধি জোনাথন বিল।

মার্কিন সময় বৃহস্পতিবার রাতে দেশটির সিনেটে ট্রাম্প মনোনীত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল জেমস মাতিসের নিয়োগ অনুমোদনের জন্য শুনানি হবে। এতে রাশিয়ার প্রতি ট্রাম্প প্রশাসনের মনোভাবের বিষয়টি জানতে চাওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদার আত্মপক্ষ সমর্থনের তারিখ পেছাল
পরবর্তী নিবন্ধরাখাইনে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবি