পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : পূবালী ব্যাংক লিমিটেড এর ইসলামী ব্যাংকিং উইং ব্যবস্থাপকদের সম্মেলন ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ।

এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের চিফ টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান; সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক ইন্দ্র মোহন সূত্রধর এবং সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক আজুবা খন্দকার উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধমাধুরীকে ‘কটূক্তি’, নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধর‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট