পূজায় সারা দেশে সাদা পোশাকে নিরাপত্তা দেবে র‌্যাব: র‌্যাব ডিজি

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নিরাপত্তায় থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাবের প্রাপ্ত তথ্যমতে সারা দেশে ৩০ হাজার ৭৭টি মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হবে। এ উৎসব যাতে শান্তি ও নির্বিঘ্নে উদযাপিত হয় সে জন্য সাদা পোশাকে র‌্যাব সদস্যরা সারা দেশে নজরদারি করবে।

তিনি বলেন, দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সে কারণে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‌্যাব নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের মহাপরিচালক বলেন, বিসর্জনের দিন
আশুরাও রয়েছে। বিষয়টি মাথায় রেখেই শৃঙ্খলা রক্ষায় সচেতন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গিদের বিরুদ্ধে দমন অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত পরিচালক আনোয়ার লতিফ খান,  আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকর্মকর্তা-মজুতদার ‘সম্পর্ক’ অনুসন্ধান করবে দুদক
পরবর্তী নিবন্ধবিদ্যুতের দাম ১৪.৫% বাড়াতে চায় পিডিবি