পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৫ মণ জাটকা আটক

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

10পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনয়নের জুনিয়াগ্রামসংলগ্ন কচাঁ নদীতে আজ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে একটি মাছের ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ সময় ১৫ মণ জাটকা জব্দ ও মো. মোতালেব হোসেন নামের এক জেলেকে আটক করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, বরগুনা জেলার মহিপুর থেকে একটি মাছের ট্রলার পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের পেটি অফিসার মো. আকতারুল ইসলামের নেতৃত্বে দুপুরে ভাণ্ডারিয়ার জুনিয়া গ্রামের কঁচা নদী থেকে ট্রলারটি আটক করা হয়। পরে ট্রলারে মজুদ করা ১৫ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ আকুঞ্জী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের জেলে আব্দুল মোতালেব হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৌরভকে হুমকির অভিযোগে গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধ‘দক্ষিণ চীন সাগরে বিপর্যয়কর সংঘাতের সৃষ্টি হতে পারে’