পিএসএলে আকমলের ৬৫ বলে ১০৪ রানের তাণ্ডব 

পপুলার২৪নিউজ ডেস্ক :
পাকিস্তান সুপার লিগ-পিএসএলের তৃতীয় কোয়ালিফাইং ম্যাচে করাচি কিংসকে ২৪ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি।

শুক্রবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পেশোয়ার। করাচির বোলারদের ওপর তাণ্ডব চালান ওপেনার কামরান আকমল।

তার ৬৫ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান করে পেশোয়ার। আকমলের ইনিংসটি ৭টি ছয় ও ৬টি চারের মারে সাজানো। এছাড়া ডেভিড মালান ৩৬ এবং মারলন স্যামুয়েলস ৩৭ রান করেন।

করাচির মোহাম্মদ আমির ও সোহাইল খান উভয়েই ১টি করে উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে পোলার্ড ও গেইলের ঝড়ো ব্যাটিংও করাচিকে জয় এনে দিতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে করাচি।

পোলার্ড ২৬ বলে ৪৭ এবং গেইল ৩১ বলে ৪০ রান করেন।

পেশোয়ারের হয়ে ক্রিস জর্ডান ও ওয়াহাব রিয়াজ ৩টি করে এবং মোহাম্মদ হাফিজ ১টি উইকেট লাভ করেন।

রোববার লাহোরে ফাইনাল ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি।

পূর্ববর্তী নিবন্ধছাত্র রাজনীতিতে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাচ্ছে: রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধকারো আবদার রক্ষার্থে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না:হাছান মাহমুদ