পাহাড়ধসে ২ কর্মকর্তাসহ ৪ সেনা সদস্য নিহত

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

রাঙামাটিতে পাহাড়ধসে সেনাবাহিনীর একটি ক্যাম্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় চারজন নিহত, ৯ জন আহত ও একজন নিখোঁজ রয়েছেন।

সেনা সূত্র জানায়, মানিকছড়িতে অবস্থিত একটি সেনা ক্যাম্প সদস্যরা গতকালের প্রবল বর্ষণে যাতায়াতের রাস্তার ওপর ধসে পড়া মাটি ও পাথর সরানোর জন্য নিচে নামছিলেন। এ সময় তাঁদের মাথার ওপর থেকে আবারও পাহাড় ধসে পড়ে। এই ঘটনায় ওই ক্যাম্পে থাকা অন্তত চারজন সেনা সদস্য নিহত হন। নিহতদের মধ্যে দুজন কর্মকর্তাও রয়েছেন। তাঁরা হলেন মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীর।

এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন এক সেনা সদস্য। আহত হয়েছেন ৯ সেনা সদস্য। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের সেনা হেলিকপ্টারে করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

 

পূর্ববর্তী নিবন্ধসৌদির চেয়ে ইরান-তুরস্কের খাবার ভালো
পরবর্তী নিবন্ধতানজীনা তমার অনন্য মিউজিক ভিডিও