পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস ইইউ’র

পপুলার২৪নিউজ ডেস্ক:

পার্বত্য চট্রগ্রাম এলাকায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। তিনি জানান, বাংলাদেশ চাইলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসবে ইইউ।

আজ বুধবার ঢাকার ইইউ দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রদূত মায়াদুন বলেন, বাংলাদেশ চাইলে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসবে ইউরোপীয় ইউনিয়ন।

উল্লেখ্য, টানা বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ৪ সেনা সমস্যসহ এখন পর্যন্ত ১৪৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধআম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জ প্রধান ডাকঘরের ভিতর থেকে লাখ টাকা চুরি