পাবনায় ‘বন্দুকযুদ্ধে চরমপন্থী’ নিহত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
5পাবনার সাঁথিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রাজ্জাক (৪৫)নামে চরমপন্থী সংগঠনের এক সদস্য নিহত হয়েছেন।
সোমবার ভোরে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদগড় ইছামতি ব্রিজের ডাইকে এ বন্দুকযুদ্ধ হয়।রাজ্জাক সাঁথিয়া উপজেলার ধূলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাবের দাবি, এ সময় তাদের দুই সদস্য আহত হয়েছেন। আর ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বীনা রানী দাস জানান, একদল সশস্ত্র ডাকাত হলুদগড় বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন খবরে সেখানে অভিযানে যায় র‌্যাব সদস্যরা।

উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে রাজ্জাকসহ দু’জন গুলিবিদ্ধ হয়।

পরে রাজ্জাককে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের ভাষ্যে, রাজ্জাক চরমপন্থী দল সর্বহারার ক্যাডার ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসুইজারল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুখ খুললেন সিআইএ প্রধান