পাপুয়া নিউগিনিতে জেল ভেঙ্গে পালানোর সময় গুলিতে নিহত ১৭

পপুলার২৪নিউজ ডেস্ক :
পাপুয়া নিউগিনিতে জেল ভেঙ্গে পালানোর সময় কারারক্ষীর গুলিতে ১৭ জন নিহত হয়েছে। এসময় ৫৭ কয়েদি পালাতে সক্ষম হয়। গত শুক্রবার দেশটির লে শহরের বুইম সংশোধনাগারে এই ঘটনা ঘটে। তথ্যসূত্র: প্রেস টিভি

স্থানীয় একটি পত্রিকার রিপোর্টে জানা যায়, কারাবন্দীরা জেল থেকে পালানোর চেষ্টা করলে কারারক্ষী তাদের উদ্দেশ্যে গুলি করে। এতে ঘটনাস্থলেই ১৭ কারাবন্দী নিহত হয়। পরে তাদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়।
ঘটনার পর পুলিশ স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, এ এলাকায় অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক হতে হবে।
পুলিশ কমান্ডার অ্যান্থনি ওয়াগামবে বলেন,পলাতক কয়েদিদের বেশিরভাগই গুরুতর অপরাধে গ্রেফতার হয়েছিল এবং তারা বিচারের অপেক্ষায় ছিল। পুলিশ পলাতকদের ধরার জন্য অভিযান শুরু করেছে।
এর আগে ধারণক্ষমতার অতিরিক্ত কয়েদি রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বুইম সংশোধনাগার সমালোচনার সম্মুখীন হয়।
স্থানীয় এক মিডিয়ার রিপোর্টে জানা যায়, ৪০০ কয়েদির ধারণ ক্ষমতার সংশোধনাগারটিতে বিচারাধীন ৩৮৪ ও আটককৃত ৪৭৬ জন কয়েদি রয়েছে । এজন্য প্রায় প্রতি বছর কয়েদিরা পালানোর চেষ্টা করে। ২০১৬ সালে ৯৪ জন পালানোর চেষ্টা করলে গুলিতে ১২ জন কয়েদি মারা যায় এবং ১৮ জন আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধউফ! ও রকম একটা প্রেম যদি আমার হতো
পরবর্তী নিবন্ধআপন জুয়েলার্সে আবারও অভিযান