পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

গত ১৭ ফেব্রুয়ারি থেকে ফরিদপুর বিশ্ব জাকির মঞ্জিলে ওরস মোবারক চলমান থাকায় গত কয়েক দিন ধরে যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এতে পাটুরিয়া  ঘাটে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।  ঘাটে দুই শতাধিক বাসসহ পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বিআইডাব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক খন্দকার মো. তানভির হোসেন জাানান, গত কয়েক দিন ধরে ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে ওরস মোবারক শুরু হওয়ার কারণে পাটুরিয়া ঘাটে যানবাহনের বাড়তি চাপে এ ঘাট এলাকায় দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ জট। বাস- পণ্যবাহী ট্রাক মিলে পাঁচ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ওরসের গাড়ি পার করা হচ্ছে।

ঘাট ব্যবস্থাপক আরো জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ছোট- বড় ১৬টি ফেরির ভেতর ১৫টি ফেরি চলাচল করছে। বাকি একটি ফেরি চন্দ্রমল্লিকা  পাটুরিয়ার মধুমতি ভাসমান কারখানায় মেরামতে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ দুই ভাই আটক
পরবর্তী নিবন্ধবন্দি ১৩৯ জনের মামলা নিষ্পত্তির নির্দেশ