পাকিস্তানে নিষিদ্ধ সিনেমা ‘নাম শাবানা’

পপুলার২৪নিউজ ডেস্ক:

পাকিস্তানে নিষিদ্ধ করা হলো অক্ষয় কুমার ও তাপসী পান্নু অভিনীত ‘নাম শাবানা’। গুপ্তচরের জীবনের কাহিনী নিয়ে তৈরি পরিচালক নীরজ পাণ্ডের সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ওপর তৈরি এই ছবিটি পাকিস্তানে প্রভাব সৃষ্টি করতে পারে। তাই ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে পাকিস্তান প্রশাসন সূত্রে।

যদিও ছবিটি যে দিন রিলিজ করে সে দিন তা বন্ধ করার মতো কোনো কারণ খুঁজে পায়নি পাকিস্তান প্রশাসনের কর্তাব্যক্তিরা। কিন্তু রিলিজ করার পরদিনই তাদের মনে হয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ওপর তৈরি এই ছবি পাকিস্তানের জনমানসে প্রভাব সৃষ্টি করতে পারে। তাই এই ছবি পাকিস্তানে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসলে ভারতীয় ছবির সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকেই খুব সর্তকভাবে পদক্ষেপ ফেলছে পাকিস্তান। দেশের সিনেমা হলে দেখানোর আগে সমস্ত কিছু খতিয়ে দেখে তারপরই ভারতীয় ছবিকে সম্প্রচারের অনুমতি দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার দুই মামলা ছয় মাসের জন্য স্থগিত
পরবর্তী নিবন্ধশৈশব থেকে তরুণী : সানি লিওনের দুষ্প্রাপ্য কিছু ছবি