পাকিস্তানে চীনের সামরিক ঘাঁটি

পপুলার২৪নিউজ ডেস্ক:

আফ্রিকার দেশ জিবুতিতে প্রথম বিদেশি ঘাঁটি স্থাপনের পর চীন বিদেশে আরও ঘাঁটি নির্মাণ করবে বলে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের ইঙ্গিত পাওয়া গেছে চীনের বিভিন্ন নথিপত্র বিশ্লেষণে।

মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ৯৭ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে বলিষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চীন সামরিক খাতে ১৮০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে। এ ব্যয় চীনের দাপ্তরিক প্রতিরক্ষা ব্যয়ের চেয়েও বেশি। দাপ্তরিকভাবে চীন সামরিক খাতে প্রায় ১৪০ বিলিয়ন ডলার ব্যয় করে থাকে।

ভবিষ্যতে বন্ধুপ্রতীম দেশে চীন সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, ‘পাকিস্তানের মতো যেসব দেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও একই ধরনের কৌশলগত স্বার্থ রয়েছে, সেসব দেশে চীন অতিরিক্ত সামরিক ঘাঁটি নির্মাণ করতে চাইবে। ‘

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী হামলায় সৌদি আরব দায়ী : ইরান
পরবর্তী নিবন্ধপ্রচণ্ড গরমে ঘামাচির যন্ত্রণা