পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

পপুলার২৪নিউজ ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও দেশটির ক্ষমতাসীন দলের রেলমন্ত্রী শেখ রশিদও করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার দেশটির এ দুই রাজনীতিবিদ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন।

পিএমএল-এন মুখপাত্র মারিয়ম আওরাঙ্গজেব সাবেক প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন এ মুখপাত্র।

এদিকে রেলওয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রেলমন্ত্রীর করোনা আক্রান্তের বিষয়টি জানানো হয়। তবে তার কোনো করোনা উপসর্গ ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, শেখ রশিদ চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের জন্য নিজ বাড়িতে আইসোলেশনে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা শফীর শারীরিক অবস্থার উন্নতি
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য সচিবের পর এবার সরানো হলো ২ অতিরিক্ত সচিবকে