স্পোর্টস ডেস্ক:
কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার পরই ভারতীয় সরকারের সঙ্গে সুর মিলিয়ে পাকিস্তানকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এরপরই ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছিলেন তিনি।
সেই হুমকির পরও দমে যাওয়ার পাত্র নন গম্ভীর। এবার আরও কড়া মন্তব্য করলেন তিনি। গম্ভীর এবার বললেন, ‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেটই খেলা উচিৎ নয় ভারতের। এমনকি সেটা কোনো নিরপেক্ষা ভেন্যুতে হলেও।’
দিল্লিতে অনুষ্ঠিত এবিপি’র একটি অনুষ্ঠানে গম্ভীরকে প্রশ্ন করা হয়, পহেলগামে হামলার পরে ভারত-পাকিস্তানের মধ্যে কি ক্রিকেট ম্যাচ হওয়া উচিত? জবাবে গম্ভীর বলেন, ‘আমার ব্যক্তিগত মত হলো, না। ক্রিকেট ম্যাচ, বলিউডের ছবি বা শিল্প, কোনও কিছুই দেশের মানুষ ও জওয়ানদের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও সম্পর্ক থাকা উচিত নয়। তার মধ্যে ক্রিকেটও পড়ে। আমি সরকারের কাছে এই আবেদনই করব। কড়া জবাব দিতে হবে।’
গম্ভীরের এ কথা থেকে স্পষ্ট, তিনি দু’দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কও বন্ধ করে দিতে চান। পহেলগাম হত্যাকাণ্ডের পর ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছে, আইসিসি প্রতিযোগিতায়ও যেন ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয়।
অর্থাৎ, শুধু দ্বিপাক্ষিক সিরিজ নয়, আইসিসি প্রতিযোগিতাতেও পাকিস্তানের সঙ্গে খেলতে চাচ্ছে না ভারত। গম্ভীরও সেই কথাই বললেন। তবে কি এবার পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে ভারত-পাকিস্তান ক্রিকেট? এ নিয়ে এখন জোর জ্বল্পনা ক্রিকেটাঙ্গনে।
২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পরই প্রতিবাদ জানিয়েছিলেন গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয় লিখেছিলেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এ কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতেই হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।’
পরদিনই হুমকি পান ভারতীয় দলের প্রধান কোচ। তাকে ই-মেইলে হত্যার হুমকি পাঠায় ‘আইসিস কাশ্মীর’ নামে একটি সংগঠন।