পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল।

রোববার পাকিস্তানের করাচি জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। এদিন সেঞ্চুরি ছাড়াই তিন ফিফটিতে ৫ উইকেটে ৩০৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ যুবদল।

দলের হয়ে সর্বোচ্চ ৭৪ বলে অপরাজিত ৮৫ রান করেন সহঅধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৯ বলে ৬৯ রান করেন ওপেনার জাকির হাসান। ৪৬ বলে ৫৬ রান করেন ইয়াসির আলী। এছাড়া ৫৪ বলে ৪৯ রান করেন নাজমুল হোসেন শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে নাঈম হাসান ও মোসাদ্দেকের ঘূর্ণি এবং শফিউল ইসলামের গতির বলে বিভ্রান্ত হয়ে ২২৫ রানে অলআউট স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল।

বাংলাদেশ দলের হয়ে নাঈম তিন এবং মোসাদ্দেক ও শফিউল দুটি করে উইকেট ভাগাভাগি করেন।

ইমার্জিং কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে শ্রীলংকার কলম্বোয়।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলকের পরিপত্র জারি
পরবর্তী নিবন্ধআমি আর কখনও বিএনপিতে ফিরব না : মনির খান