পাওয়া গেলো আঙুলের নখের আকারের ব্যাঙ

পপুলার২৪নিউজ ডেস্ক:ভারতে আবিষ্কৃত হলো ব্যাঙের সবথেকে ক্ষুদ্রতম প্রজাতির। দিল্লি বিশ্ববিদ্যালয় বৈজ্ঞানিকরা পশ্চিমঘাট পর্বতমালায় নাইট ব্যাঙের সাতটি নতুন প্রজাতির আবিষ্কার করেছেন। যার মধ্যে চারটি বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতি।
এই অভিযানের নেতৃত্বকারী অধ্যাপক এসডি বিজু বলেছেন, “প্রথমে এই প্রজাতিকে উপেক্ষা করা হয়েছিল। কারণ এদের আকৃতি পোকামাকড়ের মতো এবং এরা সবসময় লুকিয়ে থাকতে ভালোবাসে। ”
ভারতে নাইট ব্যাঙ প্রজাতির বিকাশ হয়েছিল ৭০ থেকে ৮০ লক্ষ বছর আগে। প্রথম প্রজাতির সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল ১৮৮২ সালে। যে সমস্ত নতুন প্রজাতির আবিষ্কার হয়েছে তাদের আকার ১২.২ মিমি থেকে ১৫.৪ মিমি। এই রিপোর্ট অনুযায়ী স্থানীয় মানুষগণ ব্যাঙের এই প্রজাতির সম্পর্কে জানতেন না। তারা বিশ্বাস করতে পারেননি যে এত ছোট আকারের ব্যাঙও হতে পারে।
এই ব্যাঙ ঝিঁঝিঁ পোকাদের মতো শব্দ করে। এখন বিজ্ঞানীরা এই ব্যাঙদের সম্পর্কে অন্বেষণ করছেন। তাদের বিবর্তন সম্পর্কে জানার চেষ্টা করছেন।- ইন্টারনে

পূর্ববর্তী নিবন্ধআমারো দুঃখ আছে, আমি দুঃখকে পুঁজি করিনা : সিদ্দিক
পরবর্তী নিবন্ধরাখির ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে