পরিষ্কার হচ্ছে গুলিস্তানের অবৈধ স্থাপনা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

30রাজধানীর গুলিস্তানে চলছে তৃতীয় দিনের মতো হকার উচ্ছেদ অভিযান। গুলিস্তানের হকি স্টেডিয়ামের উল্টো দিক থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বায়তুল মোকাররমের দিকে যাচ্ছে। হুইললোডারে করে হকার মার্কেট ভেঙে ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে। এখন পর্যন্ত ২০-২৫টি দোকান ভেঙে ফেলা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হকার উচ্ছেদ অভিযান শুরু করে।

মতিঝিল পর্যন্ত হকারমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী মেজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব। তিনি বলেন, উচ্ছেদের পরেও যেসব হকাররা আবারও বসছেন তাদের দোকান ভেঙে ফেলা হচ্ছে।

হকারদের পুনর্বাসনের বিষয়ে র্সশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নির্দেশে রবিবার থেকে গুলিস্তান এলাকায় হকার উচ্ছেদ অভিযান শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান জিতলেই আটে নেমে যাবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকোচ-কিউরেটরদের ষড়যন্ত্রে হারল বাংলাদেশ!