পপুলার লাইফের ৬ হাজার ১৪ জন গ্রাহকের ষোল কোটি টাকার চেক হস্তান্তর পরিশোধ

 

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ঢাকা মহানগর অঞ্চলের ৬ হাজার ১৪ জন বীমা গ্রাহকের বীমা দাবীর মোট ১৬ কোটি ১২ লাখ ২ হাজার ৮৮ টাকার চেক হস্তান্তর উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে গতকাল মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মোঃ সরওয়ার আলম ও নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, ডিএমডিবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবিতে অতিথিবৃন্দকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধকরোনা জয় করে বাসায় ফিরলেন অপূর্ব
পরবর্তী নিবন্ধবাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা মারা গেছেন