পদত্যাগপত্র জমা দিলেন কোচ হাথুরুসিংহে

পপুলার২৪নিউজ ডেস্ক:
নানান বিতর্ক ও আলোচনা-সমালোচনার মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বিসিবি সূত্র জানায়, বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

তবে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়ে বিসিবি সূত্র নিশ্চিত করতে পারেনি।

অভিযোগ রয়েছে- দল পরিচালনা, একাদশ নির্বাচন এবং মাঠের খেলা পরিচালনাতেও অযাচিত হস্তক্ষেপ করেন হাথুরু। এসব বন্ধে চেষ্টা চালালে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদ ছাড়তে হয় নাঈমুর রহমান দুর্জয়কে।

এরপর দল নিজের মতোই পরিচালনা শুরু করেন কোচ হাথুরু। অধিনায়কের মতামত টুকটাক কানে নিলেও একাদশ নির্বাচনে কোচেরই ছিল একচ্ছত্র আধিপত্য। এ নিয়ে অধিনায়ক ও অন্য সিনিয়র অফিসিয়ালদের সঙ্গেও সমস্যা হয় হাথুরুসিংহের।

আর এসবের খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলকে। কোচের অতিরিক্ত বাড়াবাড়ির ফলেই অনেক ক্ষেত্রে দল সাফল্যতায় পায়নি বলেও অভিযোগ উঠেছে।

এসবের মধ্যেই পদত্যাগপত্র জমা দিলেন হাথুরুসিংহে। এখন দেখার বিষয় বিসিবি কী সিদ্ধান্ত নেয়।

পূর্ববর্তী নিবন্ধচমচম তৈরির রেসিপি
পরবর্তী নিবন্ধবিরল রেকর্ড,শূন্য রানে ১০ উইকেট