পথভ্রষ্ট যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিবাদের দিকে ঝুঁকে যেসব যুবক পথভ্রষ্ট হয়েছে, তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। তাদের পবিত্র কোরআনের ও হাদিসের সঠিক ব্যাখ্যা দিতে হবে।

র‍্যাব প্রকাশিত ‘কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের’ ব্যাখ্যা নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো ধর্মে মানুষ হত্যার বিধান নেই। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই।

র‍্যাব প্রকাশিত বইটিকে ‘অত্যন্ত যুগোপযোগী’ এবং ‘প্রয়োজনীয়’ বলে আখ্যায়িত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বইয়ের এ প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত পাকিস্তান: নওয়াজ
পরবর্তী নিবন্ধখন্দকার মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র