নূর চৌধুরীকে বিকল্প ব্যবস্থায় ফিরিয়ে দিতে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:

কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশটির আইনের মাধ্যমে না পারলে বিকল্প ব্যবস্থায় ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। কানাডার আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া সম্ভব নয় বলে আমাকে হাইকমিশনার জানিয়েছেন।

‘আমি তাদের অনুরোধ করেছি, বিকল্প পন্থা বের করা যা কি না। তাকে বলেছি, একজন খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন।’

পূর্ববর্তী নিবন্ধভাঙ্গা-মাওয়া রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চালু
পরবর্তী নিবন্ধসরকার মিডিয়া নিয়ন্ত্রণ করে না: স্বরাষ্ট্রমন্ত্রী