বিনোদন ডেস্ক:
গত বৃহস্পতিবার নিজের ৩৭তম জন্মদিনের কেক কাটলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এই মুহুর্তে বলিউড থেকে বেশ দূরে থাকেন তিনি। দুই সন্তান ও স্বামী বিরাট কোহলির সঙ্গে সংসার করতে ব্যস্ত এই অভিনেত্রী। কিন্তু বিরাটের সঙ্গে প্রথম দেখাতে একটি মজার ঘটনা ঘটে আনুশকার সঙ্গে। আর নায়িকার জন্মদিনে বিষয়টি নিয়ে ফের আলোচনা নেটিজেনদের মাঝে।
ভারতের এই জনপ্রিয়, তারকা ক্রিকেটার অভিনেত্রী আনুশকার সামনে ছিলেন হাড়কাঁপুনে! স্বাভাবিকভাবেই প্রথম দেখায় একেবারে নার্ভাস হয়ে উদ্ভট কাণ্ড করে বসেছিলেন ক্রিকেটার। কিন্তু সে সময় তিনি ভাবেননি, এই আনুশকাই হবেন তার স্ত্রী।
২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিরাট নিজেই সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। ঘটনাটি সেই প্রথম বিজ্ঞাপনের শুটিং-এর, যেখানে তিনি আনুশকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। বিরাট বলেন, ‘আমি দাঁড়িয়ে ছিলাম আর ভেতরে ভেতরে ঠকঠক কাঁপছিলাম। তার লুক দেখে বুঝতেই পারছিলাম না আনুশকার সঙ্গে কীভাবে কথা শুরু করব। তখন হঠাৎ ওর দিকে তাকিয়ে বলেই ফেলি— ‘তুমি আর একটু উঁচু হিল পরতে পারতে না?’ ভেবেছিলাম হাসবে, কিন্তু এমন একটা গলায় ‘এক্সকিউজ মি?’ বলে উঠেছিল যে লজ্জায় কী করব বুঝে উঠতে পারছিলাম না। তখন নিজেকে একেবারে গাধা মনে হচ্ছিল।’
তবে প্রথম অস্বস্তিকর কথোপকথনই যে একদিন বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াবে, তা দু’জনের কেউই তখন ভাবেননি।
বিরাট এবং অনুষ্কা ২০১৭ সালের ১১ই ডিসেম্বর, ইতালিতে অনুষ্ঠান করে বিয়ে করেন। তারপর থেকে তাদের জুটি হয়ে উঠেছে একেবারে পপ কালচারের অংশ। ২০২১ সালের জানুয়ারিতে তাদের কন্যা সন্তান ভামিকার জন্ম হয়। আর ঠিক গত বছর তারা তিন থেকে চার জনের পরিবারে পরিণত হন। জন্ম নেয় বিরাট-অনুষ্কার পুত্রসন্তান। ছেলের নাম তারা রেখেছেন আকায়।