নাফ নদীতে বিজিবির সঙ্গে গুলিবিনিময়ে নিহত ১

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে সন্দেহভাজন মাদক পাচারকারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিবিনিময় হয়েছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছে।

গতকাল বুধবার রাতে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। বিজিবি কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হক আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

বিজিবি ও হাসপাতাল সূত্রের ভাষ্য, গত রাতে নাফ নদীতে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির গুলিবিনিময় হয়। এতে এক নারী নিহত হন। আহত হন চারজন। তাঁদের মধ্য দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই পাক কমান্ডোকে বাঁচাল ভারতীয় নৌবাহিনী
পরবর্তী নিবন্ধশাহরুখের ছবিকে দীপিকার ‘না’