নাটোরে বেড়েই চলছে সব ধরনের চালের দাম, বিপাকে খেটে খাওয়া মানুষ

পপুলা২৪নিউজ জেলা প্রতিনিধি :

 নাটোর সদরসহ ৭টি উপজেলায় চালের দাম প্রতিনিয়ত হু হু করে বাড়ছেই। বাজারে পর্যাপ্ত চাল না থাকার গুজবে অনেক ক্রেতা ছুটে যান চাল কিনতে। প্রতিকেজি চালের দাম ৫০ টাকা, দাম শুনেই চমকে উঠেন অনেকেই। মাত্র ১৫ দিনের ব্যবধানে নাটোরে সব ধরনের চালের দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা করে বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন মধ্য ও নিম্ন আয়ের মানুষরা।

তাদের অভিযোগ সব ধরনের চালের দাম প্রতি কেজি ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা আমদানী না থাকার অজুহাত দেখিয়ে চালের আকাশচুম্বী দাম হাঁকছেন। ভারী বর্ষণ ও বন্যাকে পুঁজি করে রমজান মাসের আগেই চালের দাম বাড়িয়ে দিতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছেন।

আজ সোমবার সরেজমিনে নাটোরে চালের বাজারগুলো ঘুরে দেখা যায়, মোটা গুটি স্বর্ণা ধানের চাল বিক্রি হচ্ছে পাইকারি কেজিতে ৩৮ থেকে ৩৯ টাকায়, খুচরা বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪২ টাকায়, যা ক’দিন আগে বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকায়। চিকন স্বর্ণা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮ টাকায়। বড়-ছোট দোকানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে ৫০ টাকায়, পাইজাম ৫২ টাকয়। অথচ ১০ দিন আগেও প্রকারভেদে সব ধরনের চালের দাম ৫ থেকে ৭ টাকা কম ছিল।

পূর্ববর্তী নিবন্ধমজাদার বিফ রেজালার রেসিপি
পরবর্তী নিবন্ধস্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে গণধর্ষণ