দ্বিতীয়বারের মতো জনতা ব্যাংকের এমডি হলেন আব্দুছ ছালাম আজাদ

পপুলার২৪নিউজ ডেস্ক:

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ আজ বুধবার (৯ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হিসেবে যোগদান করেছেন। ২০১৭ সালের ৫ ডিসেম্বর তাকে ব্যাংকটিতে এমডি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। গত ৩ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়। সোমবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আব্দুছ ছালামকে আবার ব্যাংকটির এমডি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার সেই প্রজ্ঞাপন ব্যাংকটির পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে  আব্দুছ ছালাম আজাদকে ২০২৩ সালের ২৯ এপ্রিল পর্যন্ত (তার বয়স ৬৫ বছর পর্যন্ত) চুক্তিতে পুনঃনিয়োগে সরকারের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। এদিকে জনতা ব্যাংকের এমডি করোনাকালীন সময় বিভিন্ন বদক্ষেপ নিয়েছেন প্রশংসিত হয়েছেন এ সময়ে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিতকরণে সময়োপযোগী বিভিন্ন অনলাইন সার্ভিস চালু করেছে। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুছ ছালাম আজাদ তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে বিশ্বের সকল প্রতিষ্ঠানই কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব বিবেচনায় বাংলাদেশের সার্বিক অর্থনীতির চাকা অনেকটা সচল রয়েছে। দ্রুত করোনা সঙ্কট কেটে গেলে বছরের শেষে জনতা ব্যাংক ব্যাংক ঘুরে দাঁড়াবে প্রত্যয় ব্যক্ত করেন। সে কারনে বড় ঋন বিতরনের চেয়ে ছোট ছোট বা এসএমই ঋণ দেয়াকেই প্রাধান্য দিচ্ছি। তিনি আরও বলেন, লক ডাউনের শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতি ধরে রাখতে ব্যাংকিং সেবা চালু রয়েছে। করোনাকালীন ময়য়ে প্রত্যেকটি ব্যাংক প্রয়োজনীয় মিটিংগুলো ভার্চুয়ালি করে আসছে। কেননা করোনায় দেশের ব্যাংকি কার্যক্রমসহ অর্থনীতির চাকা সচল রাখার জন্যই আমরা এ ভার্চুয়াল বোর্ড মিটিং করে আসছি।  ছাড়া তিনি আরো বলেন, জনতা ব্যাংকের এমডি হিসেবে আমি প্রতিদিনই অফিস করছি। যাতে করে ব্যাংকের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয় এবং আমি ছাড়াও ব্যাংকের সব ডিএমডি এমনকি জিএমরাও ব্যাংকে প্রতিদিনই উপস্থিত থাকছে। এছাড়া তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে নতুন নতুন ব্যাংকিং সেবা এবং প্রোডাক্ট নিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় সার্ভিস নি‌শ্চিত কর‌তেও জনতা ব‌্যাংক নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে। একইস‌ঙ্গে ব্যাংকের মুনাফা ঠিক রাখতে আমরা আমা‌দের এমপ্ল‌য়ি‌দের চাঙ্গা রাখ‌তে প্রয়োজনীয় পদ‌ক্ষেপ নি‌য়ে‌ছি। নিরাপত্তা বজায় রেখে গ্রাহককে ব্যাংকিং সা‌র্ভিস দিয়ে যাচ্ছি। গ্রাহকের জন্য ইন্টারনেট ব্যাংকিং, এটিএম বুথ, ডেবিট কার্ড এবং অনলাইন সেবার মাধ্যমে সম‌য়োপ‌যোগী ব্যাংকিং সেবা নি‌শ্চিত কর‌ছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তা আমরাই সর্ব প্রথম প্রত্যেকটি শাখায় মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছি। প্রত্যেকটি শাখায় আমরা হেল্প ডেস্ক বা কুইক হেল্প ডেস্ক চালু করেছি। আমরা ডিএমডিদের নেতৃত্বে দুই তিনটি টিম তৈরি করে কার্যক্রম পরিচালিত করছি। যাতে করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সুযোগ সুবিধা পায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের করোনাকালীন ঋণ প্রদানে আমরাই প্রথম পদক্ষেপ নিয়েছি। গার্মেন্টস মালিকদের প্রণোদনা আমরাই সর্ব প্রথম দিয়েছি। তিনি আরো বলেন, অন্যান্য প্যাকেজগুলোর মধ্যে রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল, এসএমই ঋণের ক্ষেত্রে হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে। তবে কিছু কিছু বিষয় সংশোধন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে। এছাড়াও আমরা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। করোনা ভাইরাস পরিস্থিতিতে সামনে কি ধরণের চ্যালেঞ্জ রয়েছে এমন প্রশ্নে তিনি জানান, সব মিলিয়ে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে, এসএমই ঋণের কিস্তিগুলো নিয়মিত আদায় করা। বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে একটু কঠিন হলেও আমরা এটা ক‌রে যা‌চ্ছি।  এর আগে তিনি ৫ ডিসেম্বর ২০১৭ সালে প্রথমবার জনতা ব্যাংকে সিইও এন্ড এমডি হিসেবে যোগদান করে সফলভাবে মেয়াদ পূর্ণ করেছেন। সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের পূর্বে তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং তারও আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
মোঃ আব্দুছ ছালাম আজাদ ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে জনতা ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। জনতা ব্যাংক লিমিটেডের মাঠ পর্যায়ের বিভিন্ন শাখার প্রধানসহ বিভিন্ন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা ও ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে ১৯৭১ সালে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দেশে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ওয়ার্কসপ, সেমিনারে তিনি অংশগ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাত, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিংগাপুর, মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।
মোঃ আব্দুছ ছালাম আজাদ ১৯৫৮ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাস্থ চর নবীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আনসার আলী এবং মাতার নাম মরহুম সূর্য বানু নেসা। তিনি পাবনা এডওয়ার্ড কলেজ হতে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্বাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড এসোসিয়েট।

পূর্ববর্তী নিবন্ধব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে নীতিমালা আপডেট হচ্ছে: মন্ত্রী
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরও ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ২১৫৯