দেড় হাজার সঙ্গী নিয়ে সৌদি বাদশাহর ইন্দোনেশিয়া সফর!

পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক হাজার পাঁচশ’ সফর সঙ্গী নিয়ে নয়দিনের সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন।

এ সফরে আনুসঙ্গিক জিনিশপত্র হিসেবে তার সঙ্গে রয়েছে ৫০৬ টন ওজনের লাগেজ ও দুটি বড় লিমোজিন গাড়ি।

চলতি সপ্তাহেই ইন্দোনেশিয়া যাচ্ছেন বাদশাহ সালমান। সবচেয়ে জনবহুল মুসলিম দেশটিতে গত ৪৬ বছরের মধ্যে এটিই প্রথম কোনো সৌদি বাদশাহর সফর।

দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টিকে সামনে রেখে এই সফর হচ্ছে।

সৌদি বাদশাহ পূর্ণ প্রস্তুতি নিয়ে এই সফর করতে যাচ্ছেন।

ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাদশাহ তার সফরকালে দুটি মার্সিডিস বেঞ্জ এস৬০০ লিমুজিন এবং দুটি ইলক্ট্রিক লিফটসহ ৫০৬ টন ওজনের মালামাল নিয়ে আসছেন।

এয়ারফ্রেইট প্রতিষ্ঠান পিটি জাসা আংকাসা সেমেস্টার কর্মকর্তা আডজি গুনাওয়ান সংবাদ সংস্থা আনতারাকে বলেছেন, সৌদ বাদশাহর মালপত্র পরিবহনের জন্য তাদের প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে ওই মালপত্র ইন্দোনেশিয়ায় পৌঁছেছে।

আদজি বলেন, সৌদি বাদশাহর লাগেজ সামলানোর জন্য ৫৭২জন শ্রমিককে নিয়োগ করেছে তাদের প্রতিষ্ঠান।

সৌদি বাদশাহ সাড়ম্বরে সফর করার জন্য বহুল পরিচিত। ২০১৫ সালে সালমান ওয়াশিংটন সফর করার সময় জর্জটাউনের পুরো ফোর সিজন হোটেল ভাড়া করেছিলেন। ওই এলাকার সবচেয়ে বিলাসবহুল হোটেলিটিতে ২২২ রুম রয়েছে।

একই বছর সৌদি বাদশাহ এক হাজার সহচরের বহর নিয়ে ফ্রান্সের রিভেরিয়া সৈকত ভ্রমণ করেন। এ উপলক্ষে ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার কারণ দেখিয়ে ওই সৈকত এলাকায় তিনদিনের জন্য অন্যদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়।

এ সপ্তাহের সফরেও বড়সংখ্যক সফরসঙ্গী নিয়ে ইন্দোনেশিয়া যাচ্ছেন সৌদি বাদশাহ।

জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহর সফরসঙ্গীদের মধ্যে ১০ জন মন্ত্রী, ২৫ জন যুবরাজ এবং অন্তত একশ’ নিরাপত্তা রক্ষীসহ এক হাজার পাঁচশ’ জন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা সচিবসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননা রুল
পরবর্তী নিবন্ধভারতীয় জার্সির ‘তারকা পতন’