দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ফাল্গুনের ঘন কুয়াশায় দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। রোববার  বেলা ১১টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের শত শত যানবাহন।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন। এতে সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন জানান, কুয়াশায় দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে ফেরি চলাচল করলে নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

পূর্ববর্তী নিবন্ধপরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধগণকবরে ৬০৩২ কঙ্কালের পাশে কয়েক হাজার গুলি