দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়।  বুধবার সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক হারুন অর রশীদ জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

সপ্তাহজুড়েই শ্রীমঙ্গলে তাপমাত্রা এমন কম। গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হইয়েছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রোববার ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানায়, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধবাল্যবিয়ে থেকে রেহাই পেল ৪র্থ শ্রেণির ছাত্রী
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের কারাদণ্ড, সড়ক অবরোধ