দেশের তিন পৌরসভা ও ১৪ ইউপিতে ভোটগ্রহণ চলছে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের তিনটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। একই সঙ্গে ছয়টি জেলা পরিষদের ও দুটি পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচনেও ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বন্ধ ঘোষিত দুটি কেন্দ্রেও ভোট নেয়া হচ্ছে।

এর আগে সোমবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, প্রতিটি নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন হতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইতিমধ্যে নির্বাচনী মালামালসহ ভোটগ্রহণ কর্মকর্তারা ভোটকেন্দ্রে পৌঁছেছেন। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে।

যেসব স্থানে ভোটগ্রহণ হচ্ছে সেগুলো হচ্ছে- মেহেরপুর পৌরসভা, সিলেটের বিয়ানীবাজার পৌরসভা ও গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা।

টাঙ্গাইলের ভূয়াপুর এবং পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার দুটি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া স্থগিত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নেও চলছে ভোট।

পূর্ববর্তী নিবন্ধরাজ্যের স্বার্থ বিসর্জন দিয়ে তিস্তার পানি দেওয়া যাবে না:মমতা
পরবর্তী নিবন্ধজেনে নিন আজকের রাশিফল