দৃষ্টি ছাড়াই ঢাকায় ফিরেছেন সিদ্দিকুর

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে দৃষ্টি ছাড়াই দেশে ফিরেছেন পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখে আঘাত পাওয়া সিদ্দিকুর রহমান (২৩)।

শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সিদ্দিকুর রহমানকে নিতে যান তার সহপাঠীরা। তারা বিমানবন্দরের সামনের সড়কে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন।

গত ২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এর আগে গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশের ছোঁড়া টিয়ার সেল তার চোখে লাগে। এতে গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান। ঘটনার পর প্রথমে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পরবর্তীতে সরকারি খরচে চেন্নাই পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধ‘ঈদে দুর্ঘটনা ও বিড়ম্বনামুক্ত সড়ক চাই’