দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

পিয়ংইয়ং সফর করে দেশে ফিরে শুক্রবার একজন রুশ আইনপ্রণেতা এ কথা বলেন।

অ্যান্তন মরোজভ নামের রুশ নিম্নকক্ষের আন্তর্জাতিক কমিটির এ সদস্য গত ২-৬ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়া সফর করেন।

তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছে, উত্তর কোরিয়া একটি দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। তারা আমাদের অঙ্ক কষে দেখিয়েছেন এ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম হবে।

মরোজভ বলেন, আমরা যতদূর বুঝতে পেরেছি উত্তর কোরিয়া খুব তাড়াতাড়ি দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। সাধারণভাবে তাদের খুব যুদ্ধাংদেহী মনে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টির কারণে বাংলাদেশ-দ.আফ্রিকার খেলা শুরু হবে দেরিতে
পরবর্তী নিবন্ধমোদিকে বিয়ে করতে অবস্থান কর্মসূচি!